করোনার ভয়াবহতম রূপ এখনও বাকি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: 21/04/2020

নিজস্ব প্রতিবেদন

করোনার ভয়াবহতম রূপ এখনও বাকি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের ভয়াবহতম রূপ দেখা এখনও বাকি সমগ্র পৃথিবীর। এমনই সতর্কবাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরোস আধানোম ঘেবরেসাস। করোনা আক্রান্ত কোনও দেশের পক্ষেই এখনই লকডাউন শিথিল করা উচিত কাজ নয় বলে সতর্ক করেছেন তিনি।

করোনায় মৃত্যুর হার কমায় সম্প্রতি ইওরোপের কয়েকটি দেশ লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে লকডাউন শিথিল করা প্রায় আত্মঘাতী সিদ্ধান্তের সামিল হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসের ভয়াবহতম রূপ দেখা এখনও বাকি রয়েছে সতর্ক করেছেন হু-র ডিরেক্টর জেনারেল।

তিনি সোমবার জেনিভায় সংস্থার সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, সবচেয়ে খারাপ অবস্থার এখনো বাকি। আসুন একসঙ্গে সেই ট্র্যাজেডি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস, যা এখনো মানুষ বুঝতে পারছে না।

টেডরোস বলেন, ‘যারা লকডাউন শিথিল করছেন, তাদের আমরা আগেই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো বলছি, বিধি-নিষেধ শিথিল করে কোনো দেশই এই মহামারী থামাতে পারবে না।’ তবে কেন তিনি মনে করছেন যে করোনার আঘাত আরও ভয়ংকর রূপ ধারণ করে পৃথিবীর বুকে আঘাত হানবে, তা খোলসা করেননি টেডরোস ।

আরও পড়ুন

×