প্রকাশিত: 21/04/2020
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন কর্মহীন মানুষরা। আজ মঙ্গলবার সকােলে ‘আর কত উপবাস থাকব, খাবার দে’- এই শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শ্রমিক লীগ নেতা মো. ইউনুছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে কর্মহীন মানুষরা উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সৈয়দটুলা গ্রামে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। ফলে অসহায় কর্মহীন মানুষেরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। কারও ঘরে কয়েকদিন ধরে খাবার নেই। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিক লীগ নেতা ইনু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সে জন্য আমরা বিক্ষোভ করেছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমাদের ত্রাণ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর আমরা চলে আসি’।