প্রকাশিত: 22/04/2020
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী দেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের ইদ্রিচ আজগর।
কালবৈশাখী ঝড় এবং করোনা ভাইরাসের মধ্য ও জীবনের ঝুকি নিয়ে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া,১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান - _মোঃ_আলহাজ্ব_ইদ্রিচ_আজগর মহোদয়।
কালবৈশাখী ঝড়ে পশ্চিম কদমতলি রাখাল দাসের থাকার ছোট্ট ঘরটির ছাউনি উড়িয়ে নিয়ে গেছে এমন খবরে তিনি গতকাল(২১ এপ্রিল) ছুটে আসে ঘটনা স্থলে।
রাখাল দাস একটা টেইলার্সের দোকানে চাকরি করত। মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে, এই মূহুর্তের তার পক্ষে ঘরটি মেরামত করা খুবই অসম্ভব তাই তাকে চাল,ডাল,আলু,পিয়াজ ও ঘর মেরামতের জন্য নগদ টাকা প্রদান করেন চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিচ আজগর চেয়ারম্যান।
এর পরেও পরবর্তীতে রাখাল দাশ কে ঘর মেরামতের জন্য সরকারি ভাবে এবং ব্যক্তিগত ভাবে আর্থিক ভাবে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
এ ছাড়াও তিনি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খবর নেন
এ সময় চন্দ্রঘোনা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ,চন্দ্রঘোনা ১নং ওয়ার্ডের মেম্বার স্বরণ বড়ুয়া,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ মনজু ইসলাম জয় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উউপস্হিত ছিলেন।