প্রকাশিত: 23/04/2020
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড এর বর্তমান মেম্বার মোহাম্মদ মুছা কে মিথ্যা বৃত্তিহীন ষড়যন্ত্র মূলক নাটকীয় মামলায় ঝড়ানো হয়েছে বলে দাবী ৯ নাম্বার ওয়ার্ড বাসীর এলাকাবাসীরা মুছা মেম্বার না থাকায় অভিভাবক হীন হয়ে পড়েছে তারা পুনরায় তাদের অভিভাবক কে ফিরিয়ে ফেতে চাই বলেও জানান । জালিয়াপালং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড বাসীর প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে মেম্বার মুছা। সাধারণত যুবসমাজের ছেলেদের খেলাধুলায়, স্বাসকৃতিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে সবসময় মেম্বার মুছা তাদের পাশে দাড়াতেন বলে তাহার জনপ্রিয়তা রয়েছে পর্যাপ্ত পরিমাণ । মেম্বার মোহাম্মদ মুছা রাজনৈতিক, সামাজিক, স্বাসকৃতিক ভাবে এগিয়ে গেলে তাহার দোষমনরা তা সহ করতে না ফেরে ভিবিন্ন সময় ভিবিন্ন কলাকৌশলে দোষ মনি আদায় করার শেষ্টায় ছিল বলে দাবী তুলেধরেন মুছা মেম্বারের কন্যা। উখিয়া টেকনাফের এলজি ইডি রোড়ের চেংছড়ি,ছোয়ানখালি মাদার বনিয়া,ছেপটখালি, মনখালি এক সময়ে ডাকাতের প্রভাব ছিল বেশি,তখন ডাকাতের দল পুলিশের অস্ত্র কেড়ে নিতেও ভয় করত না, পাহাড়ে বসাবাস করত ভিবিন্ন এলাকা থেকে আসা এই ডাকাত রা,তখন মেম্বার মুছা এলাকাবাসী কে সাথে নিয়ে ডাকাতের বিরুদ্ধে কাজ করে গেছে,পুলিশ কে সব সময় সহযোগিতা করে গেছে অপরাধের বিরুদ্ধে। এলাকাবাসীকে সাথে নিয়ে ডাকাতের হাত থেকে এক সময়ে পুলিশের অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান এলাকাবাসী। মোহাম্মদ মুছা মেম্বার কমিউনিটি পুলিশের ওয়ার্ড সভাপতির দ্বায়িত্বে ছিলেন, তিনি মাদকের বিরুদ্ধে কাজ করেছে সব সময় এমন কথাও বল্লেন এলাকা বাসীরা। মোহাম্মদ মুছা কমিউনিটি পুলিশের দ্বায়িত্ব গুরুত্ব সহকারে আদায় করেছে,তিনি খুব ভাল মানুষ হিসাবে ছিলেন বলেও জানালেন। এমন একজন ভাল মানুষ কে কৌশলে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ায় এলাকা বাসীর দুঃখে ক্ষোভ প্রকাশ করেন,এমন কি মেম্বার মুছা না থাকায় করোনা ভাইরাসের আতংক ময় সময়ে সরকারের দেওয়া ত্রানের মুখ দেখেনি বলেও জানালেন এলাকা বাসীরা।