প্রকাশিত: 26/04/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে ভাইবোনের ব্যক্তি উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০ টায় দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শাহ ইলিয়াছুর রহমান, ছোটভাই ওসমান হারুন, হুমায়ুন কবীর ও বোন ডা. সেলিনা আক্তারের ব্যক্তি উদ্যোগে উপজেলার বেতদীঘি ইউনিয়নের বেতদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক শারীরিক দূরত্ব বজায় রেখে ওই ইউনিয়নের বেতদীঘি, রঘুনাথপুর ও হরগোবিন্দপুর গ্রামের দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়। খাদ্যপণ্য নিজ হাতে বিতরণ করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শাহ ইলিয়াছুর রহমান, ছোটভাই ওসমান হারুন, হুমায়ুন কবীর ও বোন ডা. সেলিনা আক্তার। এ সময় ওই ভাইবোনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শাহ ইলিয়াছুর রহমান বলেন, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে গোটা বিশ্বের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব আমাদের দেশেও চরমভাবে পড়েছে। এ কারণে দিনমজুর, শ্রমজীবী মানুষ প্রায় বেকার হয়ে বাড়ীতে বসে মানবেতর জীবন যাপন করছেন। সরকারের সহায়তার পাশাপাশি ব্যক্তি বিশেষের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে দুস্থদের মাঝে। এরই ধারাবাহিকতায় আমরা ভাইবোনেরা সিদ্ধান্ত নিয়ে আমাদের ব্যক্তি উদ্যোগে এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেছি। এতে কিছুটা হলেও ওই পরিবারগুলো উপকৃত হবেন।