প্রকাশিত: 26/04/2020
একদিকে করোনা প্রাদুর্ভাব আরেকদিকে রমজান। করোনা প্রাদুর্ভাবে ঘরে আটকে থাকা সময় যেন বাড়ছে আর অসহায় মানুষদের দুর্ভোগও বাড়ছে। এই মুহূর্তে ঘরে আটকে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ান কারিগরি শিক্ষার ফেরিওয়ালা মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ। কর্মব্যস্ত জীবনে বাড়ি আসার সুযোগ পেলেই সমাজসেবামূলক কাজ করেন তিনি।
রবিবার (২৬ এপ্রিল) নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্থানীয় কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। ব্যক্তি উদ্যোগে তিনি মুড়ি, ছোলা আর স্যালাইন ব্যাগে করে নিজে পৌঁছে দেন অসহায় পরিবারের কাছে।
বিষয়টি নিয়ে তিনি জানায়, “ঘরে বসে থাকার এ সময়ে মনে হল দরিদ্র পরিবারের পাশে কীভাবে দাঁড়াতে পারি? এ ভাবনা থেকেই ক্ষুদ্র প্রচেষ্টা।” তিনি আরও প্রত্যাশা করেন যে, সমাজের বিত্তবান ব্যক্তিরাও অসহায়দের পাশে দাঁড়াবে।
গণমাধ্যমকে তৌহিদ বলেন, “এই সংকটময় মুহূর্তে যারা দিন এনে দিন খায় তাদের একটু বেশীই কষ্ট হচ্ছে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় তাদের মুখে একটু হাসি ফোটবে এটাই চাই। সবাই নিজের অবস্থান থেকে এগিয়ে আসলে অনেক অসহায় পরিবারের মাঝে হাসি ফোটবে, ইনাআল্লাহ।”
উল্লেখ্য, এ মাসেই তৌহিদ করোনা সংকটে ঘরে আটকে থাকা কয়েকটি দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।