রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের উদ্যেগে ৮৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ৷

রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের উদ্যেগে ৮৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ৷

পড়শীরা তোর নিপাত যাবে 

 তুই বেঁচে সুখ খাবি বুঝি ? 

যা ছুটে যা তাদের বাঁচা

তারাই যে তোর বাঁচার পুঁজি ৷৷শ্রীশ্রী ঠাকুর ৷৷

পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহান বানীর আলোকে আজ আলোকিত হয়েছে সারা বাংলার মানবতা বাদি ব্যাক্তি ,প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্টানগুলো ৷

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে জর্জরিত আজ জনমানুষের দৈনন্দিন জীবন জীবিকা ৷সেই অসহায় মানুষগুলোর পাশে দাড়াবার মানসে আজ ২৭ এপ্রিল সোমবার রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের উদ্যেগে ৮৫ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয় ৷

এই সময় উপস্থিত ছিলেন ৩নং  স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শ্রী ত্রিদীপ কুমার দে বুলু ৷শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের সভাপতি শ্রী প্রদীপ দত্ত ,সম্পাদক শ্রী উৎপল দে ,সাংগঠনিক সম্পাদক শ্রী টিপলু দে ,সহ সম্পাদক শ্রী নয়ন দে ,অর্থ সম্পাদক শ্রী প্রকাশ দে ,শ্রী বিজয় দে সহ অর্থ সম্পাদক ,শ্রী প্রকাশ ঘোষ ,দপ্তর সম্পাদক শ্রী নিবীর দে ,শ্রী বিকাশ দে ,সাংস্কৃতিক সম্পাদক শ্রী শ্রীকান্ত চৌধুরী ,সনাতন টিভি প্রতিনিধি শ্রী সুপংকর দে শুভ ,শ্রী মিঠু দে প্রমুখ 

শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের এই সহযোগীতায় প্রশংসিত হয় এলাকায় ৷

 

 

আরও পড়ুন

×