লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক  করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, করোনারোগীর সেবায় নিয়োজিত কয়েকজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। এদের মধ্যে একজন চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ আসে। এ নিয়ে নতুন আক্রান্ত চিকিৎসকসহ কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪জনে। এর আগে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এদিকে লক্ষ্মীপুর জেলায় ওই চিকিৎসকসহ কোভিড-১৯  শনাক্ত হয়েছেন ৩৪জনের। এদের মধ্যে রামগঞ্জের ১৬, সদরের ১০, কমলনগরের ৪ ও রামগতিতে ৪জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

×