বিশ্বে করোনায় ১৫০ কোটি মানুষ কর্মহীন হবে : আইএলও

প্রকাশিত: 29/04/2020

নিজেস্ব প্রতিবেদন

বিশ্বে করোনায় ১৫০ কোটি মানুষ কর্মহীন হবে : আইএলও

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এর এই সংখ্যা প্রায় ১৫০ কোটি।

শ্রম সংস্থা আইএলও বলছে, যারা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজে যুক্ত রয়েছেন তারাই এই মহামারিতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।

আইএলও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজে যুক্ত এই কর্মীরা এবং তাদের পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন

×