৩৯ তম বিসিএস (স্বাস্থ্য ) ক্যাডার রাঙ্গুনিয়ার সন্তান ডাঃ শাওন সিংহ ৷

প্রকাশিত: 30/04/2020

সুশান্ত

৩৯ তম বিসিএস (স্বাস্থ্য ) ক্যাডার রাঙ্গুনিয়ার সন্তান ডাঃ শাওন সিংহ ৷

৩৯ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন চট্রগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হিন্দুপাড়া ঐতিহ্যবাহী সিংহ পরিবারের সন্তান শাওন সিংহ( আনন্দ)। বৃহস্পতিবার (৩০) এপ্রিল সরকারি কর্ম কমিশন ( পিএসসির)  ওয়েবসাইটে  এ ফলাফল প্রকাশিত হয়।  

ডা: শাওন সিংহ ২০১৬ সালে ইউএসটিসি হতে এমবিবিএস ডিগ্রি পাস করেন। পরবর্তীতে তিনি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 

 চর্মরোগ,  মেডিসিন বিভাগে অনারারি মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

ডা: শাওন সিংহ চন্দ্রঘোনা রাইজিং সান্ কেজি এন্ড হাইস্কুল হতে ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে প্রাথমিক বিদ্যালয় সমাপন করেন। পরবর্তীতে চন্দ্রঘোনা কেপিএম হাই স্কুল হতে ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ২০০৮ সালে জিপিএ - ৫ পেয়ে মাধ্যমিক শিক্ষা সমাপন করেন। এরপর তিনি ২০১০ সালে চট্রগ্রাম কলেজ হতে এইচ.এস.সি পাশ করে ইউএসটিসিতে ডাক্তারিতে ভর্তি হন।

শিক্ষার পাশাপাশি তাঁর সংস্কৃতি ক্ষেত্রে রয়েছে অসংখ্য পুরস্কার।  তিনি ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুঁড়ি প্রতিযোগিতায় যন্ত্রসংগীত তবলাতে ২য় এবং  উচ্চাঙ্গ সংগীতে ৩য় স্হান অর্জন করেন। এইছাড়া উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সংগীতে রয়েছে তাঁর অসংখ্য পুরস্কার।

তাঁর দাদু প্রয়াত বাবু সুখেন্দু বিকাশ সিংহ চট্রগ্রাম অঞ্চলের একজন সমাজসেবক হিসাবে সকলের নিকট সুপরিচিত ছিলেন। তাঁর পিতা তোষণ কান্তি সিংহ চন্দ্রঘোনা দোভাষী বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সমাজহীতকর ব্যক্তি  হিসাবে সকলের নিকট সমাদৃত। মা সবিতা সিংহ তাঁর সকল কাজের অনুপ্রেরণাদাতা। তাঁর বড় বোন নন্দিতা সিংহ এবং নবনীতা সিংহ দুইজনেই সংগীতের সাথে জড়িত।

আরও পড়ুন

×