বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখের বেশি কভিড-১৯ আক্রান্ত রোগী

প্রকাশিত: 01/05/2020

নিজেস্ব প্রতিবেদন

বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখের বেশি কভিড-১৯ আক্রান্ত রোগী

বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কভিড-১৯ আক্রান্ত ১০ লাখ রোগী। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে সুস্থ হওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র সেখানে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৩ হাজার ৯৪৭ জন।

এদিকে আক্রান্ত ও মৃতের হিসাবেও শীর্ষ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্র।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৬৩ হাজার ৬ জন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ৬৬৪ জন।

সুস্থ হওয়ার সংখ্যা হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে জার্মানি। জার্মানিতে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৩ হাজার ৫০০ জন। মারা গেছেন ৬ হাজার ৬২৩ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯ জন।

সুস্থ হওয়ার তালিকায় জার্মানির পর যথাক্রমে রয়েছে স্পেন ১ লক্ষ ১২ হাজার ৫০ জন। চীন ৭৮ হাজার ৫২৩ জন। ইতালি ৭৫ হাজার ৯৪৫ জন। ইরান ৭৫ হাজার ১০৩ জন। ফ্রান্স ৫০ হাজার ৩৮০ জন। ও তুরস্ক ৪৮ হাজার ৮৮৬ জন।

আরও পড়ুন

×