নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে নামছে জেলেরা

নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে নামছে  জেলেরা

জাটকা ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দু’ মাস নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে মৎস অধিদপ্তর  ।নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজেন্ডার পর্যন্ত ১ শ’ কি.মি নদীতে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মওজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল। 
 জাটকা সংরক্ষণের জন্যে সরকার দু’মাস লক্ষ্মীপুরসহ দেশের আরো কয়েক স্থানে অভয়াশ্রম কেন্দ্র ঘোষণা করে।নৌ-সীমানায় নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয় গত ৩০ এপ্রিল। দীর্ঘ দু’মাস অলস সময় কাটানোর পর শুক্রবার (১ মে) থেকে মাছ ধরতে নদীতে নামছে জেলেরা। এ কারণে স্বস্তি ফিরে আসছে জেলে পরিবারগুলোতে। কর্তৃপক্ষের দাবি জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে।
করোনার কারণে জাটকা রক্ষা কর্মসুচি কিছুটা  শিথিল ছিল বলে স্থানীয়দের কাছে জানা যায়।  মাঝে মাঝে কমলনগর ও রামগতিতে মৎস অফিসারগণ  অভিযান চালিয়ে জেলেদেরকে জেল জরিমানা করা হয় । তবুও উৎপাদন ব্যাহত হবে না। 
                       

আরও পড়ুন

×