চারুবালা বড়ুয়া স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর উদ্যেগে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন

চারুবালা বড়ুয়া স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর উদ্যেগে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন

মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে চারু বালা বড়ুয়া স্মৃতি কল্যাণ ট্রাস্ট। চারু বালা বড়ুয়া স্মৃতি কল্যান ট্রাস্টের উদ্যোগে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রকোপে আয় রোজগার হারানো কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ট্রাস্টের উদ্যোগে এ পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলায় প্রায় ৩৫০  হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ (১লা মে) চারুবালা বড়ুয়া স্মৃতি কল্যান ট্রাস্ট এর উদ্যোগে রাংগুনিয়া উপজেলার চন্দ্রঘোনা  কুষ্ঠ হাসপাতাল সংলগ্ন কুষ্ঠ পাহাড় এবং মিশন ছড়া এলাকায় ২৫ জন হতদরিদ্র পরিবারকে চাল, আলু, ডাল, তেল, লবন, পিয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চারুবালা স্মৃতি কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়্যারম্যান ও রাঙ্গুনিয়া ১১নং কদমতলী ইউপি সদস্য স্মরণ বড়ুয়া, বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব মিজানুর রহমান চৌধুরী বাবু, কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত , মিশন এলাকার বাসিন্দা স্টিফেন মারমা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

চারু বালা বড়ুয়া ট্রাস্টের অন্যতম ভাইস চেয়ারম্যান   রাঙ্গুনিয়া ১১নং কদমতলী ইউনিয়নের ইউপি সদস্য স্মরণ বড়ুয়া জানান,  "চারু বালা বড়ুয়া স্মৃতি কল্যাণ ট্রাস্টে" এর উদ্যোগে বিগত ২৬শে মার্চ ২০২০সাল হতে ধাপে ধাপে প্রায় ৩০০ জন অসহায় পরিবারকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কিছুদিন পূর্বে চারুবালা বড়ুয়া স্মৃতিকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন দের খাবার বিতরণ করা হয়েছে। দেশের এই সংকটকালীন সময়ে অসহায়দের সাহায্য করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন

×