প্রকাশিত: 01/05/2020
মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য ,
একটু সহানুভূতি কি পেতে পারিনা ?
উপমহাদেশের প্রখ্যাত সংগীত সাধক শ্রদ্ধেয় ভূপেন হাজারীকা জীর এই অমর গান আজ কতটুকু অন্তরঙ্গ করে নিয়েছেন মানবতা বাদী মানুষগুলো তা আজকের এই প্রানঘাতি করোনার করালগ্রাসে জর্জরিত মানুষগুলোর পাশে থেকে নিজেদের সামথ্য অনুযায়ী এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় থেকে মর্মে মর্মে উপলদ্ধি করা যায় ৷দঃ সাবেক রাঙ্গুনিয়া ,৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রাম ৷আজ ১ লা মে রোজ শুক্রবার দঃ সাবেক রাঙ্গুনিয়া গ্রাম বাসির উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে গৃহবন্দী গরীব অসহায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় ৷গ্রামের কিছু বিত্তশালী মানুষের ভালবাসার উপহার হিসেবে ৬৩ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয় বলে জানান উক্ত গ্রামের কৃৃতি সন্তান ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু নির্বানীতোষ সাহা ভাস্কর মহোদয় ৷এতে আরো উপস্থিত ছিলেন ডাঃ বাবু হরি সাধন সাহা, বাবু মৃনাল সাহা, বাবু পিযুষ সাহা,৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু নির্বানীতোষ সাহা ভাস্কর এবং ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য বাবু তাপস চক্রবক্তী (লাভলু) মহোদয় ৷যাঁদের মহান উদ্যোগে এই মহতি কাজ সমাপন হয় তাদের মাঝে মাঝে উপস্তিত ছিলেন বাবু প্রান্তিক সাহা, বাবু চন্দন সাহা ৷এই মহান কাজে সহযোগিতা করেন বাবু সৌমেন সাহা ,পলাশ সাহা, সুবেনির সাহা, রাজন সাহা, নিশু সাহা, রাসেল সাহা, প্রসেনজিত সাহা, চিন্ময় সাহা, প্রিযম সাহা, রাসেল সাহা, তন্ময় সাহা, মানিক সাহা, দেবপ্রিয় সাহা প্রমুখ ৷