প্রকাশিত: 03/05/2020
করোনায় আক্রান্ত হয়েছে এবার রাঙ্গুনিয়া উপজেলায় ৷ প্রথমবারের মতো করোনা সনাক্ত হওয়া এই নারীর (৪৫) বাড়ি ইছাখালী জলদাশ পাড়ায়। তিনি উপজেলায় কর্মরত এক সরকারি কর্মকর্তার বাসায় আয়া হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি ওই বাসায় আছেন এবং সেখানে থেকেই চিকিৎসা নেবেন বলে জানায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত।

তিনি বলেন, গত ২৬ তারিখ এই নারীর নমুনা সংগ্রহ করা হয়। শনিবার চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এখনও তার কোন লক্ষণ নেই। অন্য কারো সংস্পর্শে তার করোনাভাইরাস সংক্রামিত হতে পারে। বর্তমানে তিনি সরকারি একটি দপ্তরের কোয়ার্টারে আছেন। আপাতত ওই কোয়ার্টারে আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে তার নমুনা আবারও পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত রাঙ্গুনিয়ায় ৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৫ জনের ফলাফলে একজন আক্রান্ত পাওয়া গেছে। বাকীদের ফলাফলও দুয়েকদিনের মধ্যে জানা যাবে।
রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানায়, নিয়ম অনুযায়ী ওই বাসা লকডাউন করা হবে।
এদিকে ওই নারীর করোনা আক্রান্তের বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. রাজিব পালিত বলেন, যেহেতু লক্ষণ ছাড়াই আক্রান্ত। তাই এতে ঝুঁকি আরো বেশী। কারণ যার সংস্পর্শে এসে সে আক্রান্ত হলো সে কে তা এখনও জানা যায়নি। তার সংস্পর্শে এলে অন্যরাও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সকলকে বাসায় থেকে করোনা মোকাবেলার আহবান জানান ৷