ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠীর মাঝে অর্থ ও মাস্ক সহায়তা প্রদান

ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠীর মাঝে অর্থ ও মাস্ক  সহায়তা প্রদান

দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের উদ্যোগে দলিত পরিবারগুলোর মাঝে নগদ অর্থসহ শিশুদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের সুজাপুরস্থ সুইপার কলোনী ৪৭ দলিত পরিবারের প্রত্যেক পরিবারকে ৪০০ টাকাসহ ৬২ জন দলিত শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে নগদ অর্থসহ মাস্ক বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা দলিত ও আদিবাসী প্লাটফর্মের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

এ সময় উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো. তানজিদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর শিউলী বাড়া, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর গেøারিয়া মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন, দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দৈনিক দাবানল প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সাইফ প্রতিনিধি মশিউ রহমান, আলোকিত সীমান্ত প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।

গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের প্রভাবে সকলেরই জীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন কর্মজীবী মানুষরা। এটা থেকে বাদ পড়েননি দলিত জনগোষ্ঠীও।

এ কারণে দলিত জনগোষ্ঠীর মাঝে সংস্থার পক্ষ থেকে প্রতি পরিবারকে ৪০০ টাকা এবং ৬২ জন শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এতে কিছুটা হলেও ওইসব পরিবার উপকৃত হবে। 

আরও পড়ুন

×