প্রকাশিত: 03/05/2020
হতদরিদ্র মানুষকে গতকাল রবিবার খাদ্য সহায়তা করেছে দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু-কিশোরদের সংগঠন মৃত্তিকা খেলাঘর আসরের বন্ধুরা।
সকাল ১১টায় পৌরএলাকার বিভিন্ন হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৃত্তিকা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জেরিন জামান নিঝুম, সদস্য নাসিম, ইমরান, বাঁধন, নিলয় প্রমুখ।
মৃত্তিকা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জেরিন জামান নিঝুম বলেন, দেশের করোনার প্রকোপ শুরু থেকেই মৃত্তিকা খেলাঘর আসরের বন্ধরা এলাকায় জীবানুনাশক স্প্রে করাসহ নিজেদের তৈরি মাস্ক বিতরণ করে আসছেন। এ প্রকোপ যতদিন থাকবে এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রকার সহায়তা অব্যাহত থাকবে। আমাদের সংগঠনের পাশে এলাকার বিত্তবানরা দাঁড়ালে আরো মানবিকদিক থেকে নানা ধরণের সহায়তা প্রদান করা সম্ভব হবে। আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।