রাবি শিক্ষার্থীদের হল ভাড়া ও মেস ভাড়া মওকুফের দাবি রাবি ছাত্রলীগ নেতা সম্রাটের!

প্রকাশিত: 03/05/2020

প্লাবন শুভ

রাবি শিক্ষার্থীদের হল ভাড়া ও মেস ভাড়া মওকুফের দাবি রাবি ছাত্রলীগ নেতা সম্রাটের!

করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী দিনমজুররা। যেমনটা বিপাকে পড়েছেন শ্রমজীবী দিনমজুররা, ঠিক তেমনি হাল হয়েছে শিক্ষার্থীদেরও।  বাড়ির বাহিরে ছাত্রাবাস কিংবা বাসা বাড়ি ভাড়া নিয়ে পড়াশানা করেছেন। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তাই ক্লাসও হচ্ছেনা তবুও গুণতে হচ্ছে  ছাত্রাবাস কিংবা বাসা বাড়ি ভাড়ার টাকা।
তাদের কথা চিন্তা  করেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর শহীদ সাধু ছাত্রাবাস থাকা ছাত্রদের এক মাসের ভাড়া মওকুফর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং শাহ্ মখ্দুম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সমিক সারওয়ার সম্রাট 
সমিক সারওয়ার সম্রাট  বলেন, করোনার লকডাউন বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী । ফলে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা অনেকে বাড়িতে চলে গেছেন। আবার অনেকের ক্লাস-পরীক্ষা না থাকলেও বাধ্য হয়ে মেসে থাকছেন। তাদের কথা চিন্তা করেই এই দাবি করা হয়েছে। তাদের ভাড়া মওকুফ করলে শিক্ষার্থীদর দুর্দিনে সহায়তা হতো। 

আরও পড়ুন

×