প্রকাশিত: 04/05/2020
নীলফামারীর ডিমলায় চলমান করোনা প্রস্তুতিতে কর্মহীন হয়ে পড়া ৫’শ ৬০টি অসহায় পরিবারের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
রোববার (৩-মে) সকালে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যক্তিগত অর্থায়নে উপজেলার অটোশ্রমিক, বাস শ্রমিক, ভ্যান-রিক্সা-অটো চালক, কুলি, ট্রাক শ্রমিক ভিক্ষুক ও কর্মহীন পরিবারের মানুষদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রত্যেককে ১০ কেজি চাউল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট করে সেমাই প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,ডিমলা থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে সাংসদ আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত অর্থায়নে ১’শ ৫০ পরিবারের জন্য খাদ্য উপহার পর্যায়ক্রমে পৌছে দেওয়া হবে।