ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষকের ভাগ্য নির্ধারণ

ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষকের ভাগ্য নির্ধারণ

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে বোরো ধান সংগ্রহের আওতায় প্রকৃত আগ্রহী কৃষকদের নামের তালিকা উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের নাম তুলে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

সকাল সাড়ে ১১টায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ ও খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলানা বলেন, পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে আবেদনকৃত ১১ হাজার ৪১৭ জন প্রকৃত কৃষকের নামের তালিকা থেকে প্রথম পর্যায়ে ৬৫০ জন কৃষকের নাম উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে।

আরও পড়ুন

×