প্রকাশিত: 04/05/2020
মহামারি আকারে ধারন করেছে (covid 19) তথা করোনা ভাইরাস ৷পুরো বিশ্ব আজ থমকে গেছে ৷কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ ৷
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের যার যার অবস্থান থেকে সহযোগীতা করার জন্য ঘোষনা দিয়েছেন ৷সেই আহবানে সাড়া দিয়েছেন বাংলার বিভিন্ন দানশীল ব্যাক্তিত্ব তথা সামাজিক ও ধর্মীয় সংগঠন গুলো ৷
তারই ধারাবাহিকতায় ৪ এপ্রিল রোজ সোমবার রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের পক্ষ থেকে মন্দিরের মাঠ প্রাঙ্গনে রাঙ্গুনিয়ার প্রায় ৪০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ভালবাসার উপহার হিসেবে বিতরন করা হয় ৷
বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং চেয়ারম্যান আলহাজ জনাব মোঃ নুর উল্লাহ ৷৩নং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু অভিজিত কুমার দে অভি৷
শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের সভাপতি বাবু প্রদীপ দত্ত, বাবু হিমাংশু দত্ত, বাবু দেবুপ্রসাদ দে ,বাবু বরুন চৌধুরী ,শিক্ষক অসিত বরন চৌধুরী ,সুখময় দাশ ,প্রবাসী সুমন দত্ত ,সুজন দত্ত (আল আইন সৎসঙ্গ ),সাগর দত্ত সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজ উপস্থিত ছিলেন ৷
এই সময় চেয়ারম্যান জনাব নুর উল্লাহ এবং ইউপি সদস্য বাবু অভিজিত দে অভি যাদের অনুদানে এই ৪০০ পরিবারের মাঝে সহায়তা করতে পেরেছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রদান করেন ৷