ফরিদগঞ্জে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন তারেক জিয়া সাইবার ফোর্স

ফরিদগঞ্জে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন তারেক জিয়া সাইবার ফোর্স

বৈশ্বিক মহামারি প্রাণঘতী করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে এক হতদরিদ্র কৃষকের ধান কেটে বাসায় পৌঁছেয় দিয়েছেন তারেক জিয়া সাইবার ফোর্স।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নারকেলতলা মালেগো বাড়ির এক হতদরিদ্র কৃষকের অনুমানিক ৩০ শতক জমির ধান কেটে দেন বিনা পারিশ্রমিকে।

আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকের পাশে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের তারেক জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারীর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারী, সাবেক যুবদলের ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি ফারুক মাল, মোঃ মাহিন পাটওয়ারী, মোঃ শামীম পাটওয়ারী, মাইনুদ্দিন পাটওয়ারী, মোঃ নাহিদ পাটওয়ারী, রাকিব সর্দার, মুজিব কাজী, আবুল হোসেন কাজী, নুরুজ্জামান কাজী, ও ইব্রাহিম ভূঁইয়া প্রমূখ।

তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারী বলেন, এর আগের ও আমরা এক দরিদ্র কৃষকের ধান কেটে বাসায় পৌঁছেয় দিয়েছি। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মত আজ মঙ্গলবার সকালে এক হতদরিদ্র কৃষকের ধান কেটে বাসায় পৌঁছেয় দিয়েছি।

ফোর্সের সভাপতি বলেন, দেশে এখন কৃষি শ্রমিক সংকট। তাই আমরা মানবিক সহযোগিতায় দেশের দরিদ্র কৃষকদের পাশে থাকতে চাই। যেকোনো মানবিক সস্কটে সাধারণ মানুষের পাশে থাকতে আমরা কৃষকের ধান কাটার কর্মসূচি বাস্তবায়ন করছি।

এসময় ফোর্সের সভাপতি আরো বলেন, যেসব এলাকায় দরিদ্র কৃষক বাস করে ধান পাকা শুরু হলে তা আমরা কেটে দেবো। শুধু ধান কাটা নয়, প্রয়োজনে কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার কাজ করবো।

আরও পড়ুন

×