ফরিদগঞ্জে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রনেতা তানভীর ভূঁইয়া

ফরিদগঞ্জে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রনেতা তানভীর ভূঁইয়া

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় রমজানের রোজা রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে এক অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রনেতা তানভীর ভূঁইয়া।

গতকাল সোমবার দুপুরে উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শ্রীকালিয়ার নূর মোহাম্মদ নামের এক অসহায় কৃষকের অনুমানিক ৫ শের জমির ধান কেটে দেন বিনা পারিশ্রমিকে।

৫ নং গুপ্টি পূর্ব  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রলীগ সহ-সভাপতি তরুন ছাত্রনেতা তানভীর ভূঁইয়ার নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ইমানুল হক সোহাগ, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় জাবিয়ান নেতা মাঈনুল ইসলাম রানা, এবং তাদের সাথে কাঁদে কাদ মিলিয়ে অংশ গ্রহণ করেন ৩ নং ওয়ার্ডের সভাপতি দ্বীন ইসলাম, সহ-সভাপতি তানভীর ভূঁইয়া, ছাত্রলীগ কর্মী শুভ ইসলাম, ও রাকিব হোসেন।
 

এব্যাপারে ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি তানভীর ভূঁইয়া বলেন, গরিব অসহায় মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

আরও পড়ুন

×