রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন শ্রী কৃষ্ণ উদয়ন মন্দিরের উদ্যেগে ২য় দফায় ২০০ পরিবারের মাঝে ত্রান সহায়তা

রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন শ্রী কৃষ্ণ উদয়ন মন্দিরের উদ্যেগে ২য় দফায় ২০০ পরিবারের মাঝে ত্রান সহায়তা

মহামারি আকারে ধারন করেছে (covid 19) তথা করোনা ভাইরাস ৷পুরো বিশ্ব আজ থমকে গেছে ৷কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ ৷

৫ এপ্রিল রোজ মঙ্গলবার  উপজেলার শান্তিনিকেতন শ্রীকৃষ্ণ উদয়ন মন্দিরের পক্ষ থেকে মন্দিরের মাঠ প্রাঙ্গনে ২য় দফায়  রাঙ্গুনিয়ার প্রায় ২০০  অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ভালবাসার উপহার হিসেবে বিতরন করা হয় ৷

বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ৩নং  স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং চেয়ারম্যান আলহাজ জনাব মোঃ নুর উল্লাহ ৷৩নং  ইউনিয়ন পরিষদের ৬নং  ওয়ার্ডের ইউপি সদস্য বাবু অভিজিত কুমার দে অভি ৷

শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের সভাপতি বাবু প্রদীপ দত্ত ,শান্তিনিকেতন সৎসঙ্গ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা শ্রী অরুন কান্তি বৈদ্য ,শ্রী  দেবুপ্রসাদ দে ,বাবু বরুন চৌধুরী ,শিক্ষক অসিত বরন চৌধুরী ,সুখময় দাশ ,প্রবাসী সুমন দত্ত ,সুজন দত্ত (আল আইন সৎসঙ্গ ),সাগর দত্ত ,ছোটন দে ,নির্ঝর দে সহ  গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ  এবং  যুবসমাজ উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন

×