রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম জেলা পুলিশের খাদ্য সামগ্রী সহায়তা ৷

রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম জেলা পুলিশের খাদ্য সামগ্রী সহায়তা ৷

ঙ্গুনিয়ায়  ২০০  ইমাম, মুয়াজ্জিন ও বৌদ্ধ ভিক্ষুদের মাঝে  খাদ্য সামগ্রী দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ বুধবার ৬ মে সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে ১শত ইমাম-মুয়াজ্জিন ও ১০০ বৌদ্ধভিক্ষুদের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্তি পুলিশ মসিউদ্দৌলাহ রেজা, সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আবুল কালাম আজাদ, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি প্রমুখ ৷

আরও পড়ুন

×