ফরিদগঞ্জে ৫ম দফায় কৃষকের ধান কেটে দিলেন তারেক জিয়া সাইবার ফোর্স

ফরিদগঞ্জে ৫ম দফায় কৃষকের ধান কেটে দিলেন তারেক জিয়া সাইবার ফোর্স

বৈশ্বিক মহামারি প্রাণঘতী করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে এক দরিদ্র কৃষকের ধান কেটে বাসায় পৌঁছেয় দিয়েছেন তারেক জিয়া সাইবার ফোর্স।

আজ বুধবার সকালে উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডুমুরিয়া ভূঁইয়া বাড়ির এক দরিদ্র কৃষকের অনুমানিক ৩০ শতক জমির ধান কেটে দেন বিনা পারিশ্রমিকে।

আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকের পাশে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের তারেক জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারীর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারী, 
ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তারেক ভূঁইয়া, ছাত্রনেতা শামীম পাটোয়ারী, ছাত্রনেতা শাকিল ভূঁইয়া, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রনেতা নাহিদ পাটওয়ারী, সময়ের সাহসী কন্ঠ তেজী ছাত্রনেতা রিয়াদ ভূঁইয়া, সায়েম পাটওয়ারী সহ আরো অনেক ছাত্রদল কর্মী ।

তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারী বলেন, এর আগের ও আমরা ২ দরিদ্র কৃষকের আনুমানিক ৫৫ শতাংশ জমির ধান কেটে বাসায় পৌঁছেয় দিয়েছি।

তারই ধারাবাহিকতায় ৫ম বারের মত আজ বুধবার সকালে ছাত্রদলের তরুন কর্মীদের নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে বাসায় পৌঁছেয় দিয়েছি।

ফোর্সের সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারী বলেন, দেশে এখন কৃষি শ্রমিক সংকট। তাই আমরা মানবিক সহযোগিতায় দেশের দরিদ্র কৃষকদের পাশে থাকতে চাই। যেকোনো মানবিক সস্কটে সাধারণ মানুষের পাশে থাকতে আমরা কৃষকের ধান কাটার কর্মসূচি বাস্তবায়ন করছি।

আরও পড়ুন

×