ফুলবাড়ীতে সিএইচসিপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে সিএইচসিপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পার্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোলাম মাবুদের ব্যক্তি উদ্যোগে এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ক্লিনিক চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নর পার্বতীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোলাম মাবুদ প্রমুখ।

এলাকার গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, আটা ও আলু বিতরণ করা হয়।

আরও পড়ুন

×