ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষায় পিপিই প্রদান করলেন মোস্তাফিজুর রহমান এমপি

ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষায় পিপিই প্রদান করলেন মোস্তাফিজুর রহমান এমপি

পেশাগত দায়িত্ব পালনে করোনাভাইরাসের প্রভাব থেকে সুরক্ষা দিতে জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সাবেক গণশিক্ষা মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র হাতে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, আব্দুস সাত্তার, সৈয়দ মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ এবং ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, সদস্য হারুন উর রশিদ, সদস্য বাদল চন্দ্র প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয় করোনাভাইরাসের প্রভাব থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য পিপিই প্রদান করায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, গণমানুষের নেতা সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার একজন গণমাধ্যম বান্ধব ব্যক্তি।

অন্যান্যের সাথে তিনি গণমাধ্যমকর্মীদেরও নিয়ে চিন্তা করেন। আর এ কারণে করোনার প্রভাব থেকে সুরক্ষা দিতেই গণমাধ্যমকর্মীদের পিপিই প্রদান করেছেন।

আরও পড়ুন

×