প্রকাশিত: 08/05/2020
লিটন কান্তি সাহা (৪৬ )প্রকাশ সুভাষ সাহা গত ৬ মে বুধবার দুবাই কুয়েতি হসপিটালে কোভিট ১৯ সংক্রমনের কারণে মৃত্যুবরণ করেন। সুভাষ সাহার বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার খীল মোগল গ্রামে। ৫ ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাবা চিত্তরঞ্জন সাহা ও মা লীলাবতী সাহা স্ত্রী ছোট এক ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।তার শরীরে ঠান্ডা লাগায় গত চারদিন আগে সারজা কুয়েতি হসপিটাল এ ভর্তি করান পরে সেখান থেকে ভর্তি করান আল দাহিদ হসপিটালে ৷ পরে স্বাস্থ্যের অবনতি ঘটলে সেখান থেকে গত পরশু দুবাই কুয়েতি হসপিটালে ভর্তি করা হয় ৷সেখানের গতকাল মৃৃত্যুর কোলে ঢলে পড়েন ৷তিনি সংযুক্ত আরব আমিরাতের ১৮ বছর শারজা ব্যবসা করার পরে গত কিছুদিন আগে সে দুবাইতে পাটনারে একটা লাইসেন্স করেন। আমিরাতে চার ভাই থাকেন এবং এক ভাই দেশে থাকেন। ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি খারাপ হলে সব সময় তিনি নানা টেনশনে ভুগছেন বলে জানিয়েছেন উনার ভাইরা। বর্তমানে সুভাষের লাশ দুবাই মর্গে আছে। তিনি একজন সনাতনী তাই ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ডকুমেন্টগুলো জোগাড় করে দুবাই বাংলাদেশ কনস্যুলেট ও আমিরাত সরকারের সহযোগিতায় দুবাইতে লাশটা পোড়ানোর ব্যবস্থা করা হবে। কেননা কোভিট ১৯ কোন লাশ নিজ দেশে প্রেরণ করা যাবে না বলে জানিয়েছেন আমিরাত সরকারের হেলথ অথরিটি।