প্রকাশিত: 09/05/2020
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন চাইলে উহানেই করোনা ভাইরাসকে রুখে দিতে পারত !
এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছিলেন, এরপর গত বুধবার সংবাদ সম্মেলনে তিনি আবারও একই দাবি করেন।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) জানিয়ে দিয়েছে, চীনের কোনও ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে কিনা, ওয়াশিংটন এখনও তার কোনও তথ্য-প্রমাণ দিতে পারেনি।
চীনের গাফিলতি এবং তথ্য গোপন করার কারণেই যে করোনা আজ মহামারী রূপ নিয়েছে, সেই চাপও বজায় রাখতে চায় আমেরিকা।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রলালয়ের দাবি, আগামী দু’বছরের জন্য আমেরিকায় ২০ হাজার কোটি ডলারের পণ্য রফতানির চুক্তি করেছে চীন। করোনা-টানাপড়েনের মধ্যেও চুক্তি যথাযথ থাকবে বলে দাবি দুই দেশেরই।