প্রকাশিত: 10/05/2020
লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এর অভিযোগ উঠেছে। জেলেদের বিনামূল্যের চাল অন্যত্র বিক্রির মিথ্যা অপপ্রচার করাই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এছাড়াও চেয়ারম্যানকে জড়িয়ে বেশ কয়েকটি অনলাইন প্রোটালে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে বলা হয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল জেলেদের সরকারি চাল তাদের না দিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নে মোট তিন হাজার জেলের চাউলের কার্ড রয়েছে। ট্যাগ অফিসারের উপস্তিতিতে চাউল বিতরণ করা হয়েছে। এবং কার্ড দারী সবাই চাউল পেয়েছে। সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন আমার সঙ্গে নির্বাচন করে হেরে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তার ওর্য়াড়ের কয়েকজন জেলেদের কে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে, শনিবার (৯ মে) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড থেকে জেলেদের সরকারি চাল কেনার অভিযোগে সোহাগ ও হারুন মাঝি নামের দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ মণ চাল জব্দ করা হয়।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য, আলমগীর হোসেন এর বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় পরে তার মোঠো ফোনে একাদিক বার কল করেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ জানান, সরকারি চাল বিক্রির দায়ে চালসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।