প্রকাশিত: 11/05/2020
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পিপিই দিয়েছেন যুবদলনেতা জাহিদ হাসান। রোববার বিকেলে প্রেসক্লাবে এসে তিনি ক্লাবের সদস্যদের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন। ক্লাবের পক্ষ থেকে কার্যকরী সদস্য এম এ লিতু পিপিই গ্রহণ করেন।কালীগঞ্জের সন্তান জগন্নাথ ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবদল নেতা জাহিদ হাসান বলেন, মহামারি করোনা পরিস্থিতির মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে যাচ্ছেন। আমি মনে করি তাদের পিপিই পাওয়াটা খুবই জরুরী। সেজন্য যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীনের নির্দেশনায় আমরা তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পিপিই প্রদান করছি। তিনি আরো বলেন, বিএনপি দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। পিপিই প্রদানের সময় কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক নেতা আহসান হাবিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।