প্রকাশিত: 12/05/2020
আব্দুল মালেক নিরবঃ নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনকে উপহার হিসাবে প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রীও পাঠিয়েছেন। সেই সাথে মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু হতদরিদ্র পরিবারের মাঝে পঞ্চম ধাপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। আজ ১২ মে (মঙ্গলবার) উত্তর হামছাদী ইউপি কার্যালয়ে করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকারী বরাদ্দকৃত ৪.০০ মে: টন চাউল ৪শত টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মাধব চন্দ্র মজুমদার ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার ।
তিনি বলেন, আপনারা কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না। পাশাপাশি প্রত্যেক কে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ অবস্থানে সচেতন থাকার পরামর্শও দেন তিনি।
তিনি আরোও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সহযোগিতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।