প্রকাশিত: 12/05/2020
লক্ষ্মীপুরের কমলনগরে বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা এনজিও’র উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীনদের ত্রান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাজিরহাট উপকূল কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, অশা’র আরএমও অজিত কুমার পাল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও সাংবাদিক ইউছুফ আলী মিঠু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিহা সোলতানা বানী, আশা হাজিরহাট শাখার ব্যবস্থাপক মনন চন্দ্র দাস, সহকাী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, লোন অফিসার মো. মনির হোসেন, মো. সজিবুর রহমান ও শিক্ষা অফিসার মো. আব্বাস উদ্দিন প্রমূখ।
এ সময় হোটেল শ্রমিক, পরিবহন শ্রমিক, ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ দু’শত জন অসহায় ও কর্মহীনদের মাঝে ১০ কেজি চাল, ২কেজি মশারির ডাল, ২ কেজি আলু ও এক লিটার সয়াবিন তৈল বিতরণ করা হয়।