প্রকাশিত: 12/05/2020
ল²ীপুর প্রতিনিধি: ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক সাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে নিজ গ্রামে আসছেন এমন সংবাদ এ আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের লোকজন। আক্রান্ত ব্যাক্তি ল²ীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের বাসিন্দা।
আক্রান্ত রোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম কে জানালে তিনি আক্রান্ত ব্যাক্তির সাথে মঠো ফোনে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন আক্রান্ত ব্যাক্তি একটি ট্রাকে করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্য যাত্রা করে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর চেয়ারম্যান শাহ আলম ও ১নং ওয়ার্ড় ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সাইফুল কিরিয়া সোহেল সারা রাত নিরঘুম থেকে ট্রাকটি আটক করার জন্য পাহারা দিতে থাকে।
পরর্বতীতে সোমবার সকাল ৯টায় ট্রাক টি এলাকায় পৌঁছালে চেয়ারম্যানের তত্বাবধানে প্যানেল চেয়ারম্যান সাইফুল কিবরিয়া সোহেল ট্রাকটি আটক করে দালালবাজারে নিয়ে আসেন । আগে থেকেই চেয়ারম্যান পুলিশ নিয়ে বাজারে অপেক্ষা করছিলেন। পুলিশ আটক কৃত ট্রাকের চালক, আরেক যাত্রীসহ আক্রান্ত ব্যাক্তিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে আক্রান্ত ব্যাক্তি কে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে । চালক ও আরেক যাত্রীর নমোনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠায়। এবং চালক ও যাত্রী কে নিজ বাড়িতে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
চেয়ারম্যানের সারা রাত নিরঘুম থেকে ট্রাগটি কে পাহারা দিয়ে তাদের কে আটক করে পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠানোর বিষয়ে চেয়ারম্যানের প্রসংশা করছেন এলাকাবাসি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, করোনা আক্রান্ত একজন ঢাকা থেকে ট্রাকে কওে বাড়িতে আসছে এমন সংবাদ পেয়ে আমি তার সাথে যোগাযোগ করি। আমি এবং আমার প্যানেল চেয়ারম্যান সাইফুল কিবরিয়া সোহেল সহ ট্রাকটির জন্য অপেক্ষা করি । পরে সকালে ট্রাকটি এলাকায় আসলে পুলিশের সহযোগীতায় চালকসহ ট্র্রাকটি আটক করে সদর হাসপাতালে পাঠাই। হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত ব্যাক্তি কে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে । চালক ও আরেক যাত্রীর নমোনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠায়। এবং চালক ও যাত্রী কে নিজ বাড়িতে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।