প্রকাশিত: 13/05/2020
রাঙ্গুনিয়া থানা-পুলিশের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ।
তথ্যমন্ত্রীর নির্দেশে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপন পিপিই গুলো পাঠান।
সোমবার (১১-মে) বিকেলে তথ্যমন্ত্রীর পক্ষে এসব পিপিই রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তথ্যমন্ত্রীর ছোট ভাই খালেদ মাহমুদ এবং রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার।
গিয়াস উদ্দিন খাঁন স্বপন বলেন, রাঙ্গুনিয়া থানা-পুলিশ করোনার ঝুঁকি মাথায় নিয়ে দিনরাত মাঠ পর্যায়ে কাজ করছে । পুলিশদের সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য তথ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেন।