প্রকাশিত: 13/05/2020
করোনা মহামারিতে অসহায় মানুষগুলো আজ দিশেহারা ৷কর্মহীন হয়ে পড়েছে লাখো শ্রমজীবি মানুষ ৷মাননীয় তথ্যমন্ত্রী ঘোষনা দিয়েছেন প্রিয় রাঙ্গুনিয়ার কোন মানুষ না খেয়ে থাকবে না ৷সেই লক্ষ্যে এগিয়ে এসেছে মানবতার পূজারী ব্যাক্তি ,সংগঠন এবং প্রতিষ্টান সমূহ ৷
তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ার কৃতিসন্তান, মাননীয় তথ্যমন্ত্রী জননেতা জনাব ড.হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনায় চন্দ্রঘোনা অসহায়,গরীব,দিনমজুর,কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী এ ইফতার সামগ্রী বিতরন করেন রাংগুনীয়া উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক,সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আবু তাহের।
চন্দ্রঘোনা করোনা ভাইরাস প্রকোপে প্রতিটি ওয়ার্ডে কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে ত্রান বিতরন করে যাচ্ছেন।চন্দ্রঘোনায় ৪র্থ বারের মত আজ বুধ বার (১৩ মে ) এই সামগ্রী বিতরন করেন ৷
মোঃ আবু তাহের বলেন ,কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আমার ব্যাক্তিগত উদ্যেগে এই আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র ৷