প্রকাশিত: 15/05/2020
করোনাভাইরাস সংক্রমণ রোধে হাইজিন কিট নিয়ে সুবিধাভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি।
মাস্ক, গেøাভস, হ্যাÐ স্যানিটাইজার, খাওয়ার স্যালাইন, বিøচিং পাউডার, সাবান, ডিটারজেন পাউডার, মগ ও ন্যাপকিন দিয়ে পৃথকভাবে উপজেলার ১৭৯টি সুবিধাভোগী পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছেন সংস্থাটি।
সামাজিক দূরত্ব বজায় রেখে দিনাজপুরের ফুলবাড়ী এপি’র উদ্যোগে গত বৃহস্পতিবার উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সুবিধাভোগীদের হাত ধোয়ার কৌশল, মাস্ক, গেøাভস, বিøচিং পাউডার ও স্যানিটাইজার ব্যবহারের নিয়ম দেখান সংস্থার হেলথ স্পেশালিস্ট হিমানুর নাহার বিথী।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম, ফুলবাড়ী এপির ব্যবস্থাপক স্বপন সিং, হেলথ স্পেশালিস্ট হিমানুর নাহার বিথী, থানা পরিদর্শক (এসআই) মো. হুজ্জাতুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, সংস্থার প্রোগ্রাম অফিসার শান্তানন সিংহ, প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়, প্রোগ্রাম অফিসার যোসেফ মার্ডি, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোতলেবুর রহমান প্রমুখ।
পরে দুপুরে আলাদীপুর ইউনিয়নে এ কার্যক্রম চালানো হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক স্বপন সিং বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংস্থার ১৭৯টি সুবিধাভোগী পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই পৃথকভাবে হাইজিন কিট প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হিসেবে মাস্ক, গেøাভস, হ্যাÐ স্যানিটাইজার, খাওয়ার স্যালাইন, বিøচিং পাউডার, সাবান, ডিটারজেন পাউডার, মগ ও ন্যাপকিন প্রদান করা হচ্ছে। আজ শনিবার (১৬ মে) উপজেলার বেতদিঘী ও কাজীহাল ইউনিয়নে বিতরণ করা হবে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরকারের সহযোগি হয়ে এই ক্রান্তিলঘেœ গ্রামাঞ্চলের মানুষের সুরক্ষা নিশ্চিত করাসহ তাদেরকে নিরাপদে থাকার কলাকৌশল শিখিয়ে আসছে। তাদের সুরক্ষাসামগ্রীগুলো পাওয়ায় মানুষের অনেক উপকার হয়েছে। তাদের এ ঋণ সকলে মনে রাখবে।