কমল নগরে ইউ পি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

প্রকাশিত: 16/05/2020

মোঃ রফিকুল ইসলাম

কমল নগরে ইউ পি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

 
কমল নগর উপজেলার হাজির হাট ইউনিয়নের ৭নং ওয়াডের ইউ পি সদস্য মোঃ সেলিমের বিরুদ্ধে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল  দৈনিক রুপান্তর বিডিতে গত ১১মে দেশজুডে পাতায় “ কমলনগরে ইউপি সদস্য সেলিমের তুঘলকী কান্ড হতদরিদ্রদের তালিকায় সম্পদশালীদের অন্ততর্ভুক্   করার গুরুতর অভিযোগ “ শিরোনামে হতদরিদ্র তালিকায় স্বজনপ্রীতি করে ১০০ জনের মধ্যে  সম্পদশালীদের অন্তভুক্ত করা ও তার নিজ বাড়ীতে ১৩ সদস্যের নাম তালিকা করা হয়েছে বলে প্রকাশ করা হয় ও তাদের অনেকের বাড়ীতে ছাদ ঢালাই করা বিল্ডিং রয়েছে বলে উল্লেখ করা হয়।  সরজমিনে গিয়ে জানা যায় , সেলিমের বাড়ীতে দিনমজুর  জরাজীর্ণ  ঘরে  বসবাস করে দুই সদস্য রয়েছে । অন্য দিকে দেখা গেছে ১২
জন সম্পদশালী পরিবার ও একই পরিবারের তিন জনকে এবং প্রবাসী পরিবারকে রেশন কার্ড তালিকায় অন্তভুক্ত করা হয়েছে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে । এই ব্যাপারে এলাকাবাসী  কালাম (৫০) জসীম (৬০) শামীম (৪০) সাথে আলাপ করে  নাম গুলি  জানতে বলেন তারা বলেন  আপনি  যে নাম সম্পকে জানতে চাইলেন , তারা কেউ সম্পদ শালী ও একই পরিবারের সদস্য  এবং প্রবাসী কেউ নেই ,তবে  কেউ দিন মজুর ,কেউ রিক্স চালক আবার কেউবা  অটোচালক ও চায়ের দোকানদার । তারা আরো  জানান  আমাদের সেলিম মেম্বার আমাদের এলাকার গব তবে আপনি যে বিষয় জানতে চেয়েছেন তাহা সম্পুন মিথ্যা বানোয়াট একটি কুচক্র মহল তার সামাজিক মান মযাদা ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে । আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তীব্রপ্রতিবাদ ও নিন্দা জানাই । অন্যদিকে  সেলিমের সাথে  যোগাযোগ করা হলে তিনি বলেন আমার প্রতিপক্ষ সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম করতে বাধা দেওয়ায় আমার বিরুদ্ধে এ সব অপপ্রচার  চালাচ্ছে  ।  তিনি আরো বলেন যারা এ অপপ্রচার কারিরা দেশদশের উন্নয়ন  কাজে বাধগ্রহস্ত করছে আমি তাদেরকে ঘৃনা করি ও তাদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসন সহ উদ্ধের্তম  কতৃপক্ষের দৃষ্টি  আকর্ষণ কামনা  করছি ।  

 

আরও পড়ুন

×