ডিমলায় ঈদকে সামনে রেখে চেয়ারম্যান ময়নুল হকের আর্থিক সহায়তা প্রদান

ডিমলায় ঈদকে সামনে রেখে চেয়ারম্যান ময়নুল হকের আর্থিক সহায়তা প্রদান

 আগামী ঈদকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হকের নিজস্ব তহবিল হতে উক্ত ইউনিয়নের প্রতিটি মসজিদের পেশ ঈমান ও মোয়াজ্জেমকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। শনিবার (১৬-মে) বিকেলে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ সহায়তা প্রদান করা হয়। সেই সাথে একই দিনে সারা বিশ্বের ন্যায় দেশে চলমান প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এড়াতে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গণ-সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান, ডিমলা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিরঞ্জন রায়, গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, টেপাখড়িবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম (রফিক), সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, যুবলীগ আহবায়ক নুর আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ উক্ত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, মসজিদ কমিটির সভাপতি-সম্পাদক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের সকল সদস্য বৃন্দ, স্বেচ্ছাসেবী বৃন্দ এবং স্থানীয় মান্য গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্যঃ টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হকের নিজস্ব তহবিল হতে ৩০টি মসজিদের পেশ ঈমানকে ১ হাজার ও মোয়াজ্জেমকে ৫’শত টাকা এবং ইফতার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে একই ব্যক্তিদের সরকারী ত্রাণ তহবিল হতে ১০ কেজি চাউল সাথে নগদ ৬০ টাকা প্রদান করা হয়। এ সহায়তা প্রদানের পূর্বে দেশে চলমান প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের ছোঁবল থেকে বাঁচতে সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার উপর সচেতনতা মূলক করনীয় র্শীষক গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন বক্তারা। 

আরও পড়ুন

×