প্রকাশিত: 18/05/2020
লক্ষ্মীপুরস্থ কমলনগরের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দক্ষিণ চর মার্টিন চৌধুরীবাজর উচ্চ বিদ্যালযেরর প্রধানশিক্ষক মোঃফরিদ উদ্দিন স্যারের মৃত্যতে তার পরিবারকে নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকার আর্থিক সহায়তা দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরাও আর্থিক সহায়তা করবেন বলে অনেকে ইচ্ছা প্রশন করেন । বিদ্যালয়ের কার্জক্রম চালুহলে এ সহায়তা পাওয়াযাবে বলে আশা করা যায়। বিভিন্ন প্রধান শিক্ষকগণ নিমোক্ত হারে আর্থিক সহায়তা করেনঃ ১। এ,কে,এম জাহেদ বিল্লাহ প্রধান শিক্ষক ,তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ১০,০০০/ (দশ হাজার) টাকা ২।মোঃওমর ফারুক দোলন ,প্রধান শিক্ষক ,চর লরেঞ্চ মডেল উচ্চ বিদ্যালয় ১০,০০০/(দশ হাজার) টাকা ৩।কামাল উদ্দিন আহম্মদ বাহার,প্রধান শিক্ষক তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়,৫,০০০/ (পাঁচ হাজার ) টাকা ৪।মোঃআবু জাকের প্রধান শিক্ষক ফলকন উচ্চ বিদ্যালয় ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা ৫।মোঃ লকিয়ত উল্যাহ পাটওয়ারী প্রধান শিক্ষক চর জাঙ্গালিয়া এস,সি উচ্চ বিদ্যালয় ৫,০০০/(পাঁচ হাজার )টাকা ৬।মোঃ সাহাব উদ্দিন প্রধান শিক্ষক চর মার্টিন উচ্চ বিদ্যালয় ৫,০০০/ (পাঁচ হাজার ) টাকা ৭।মোঃসাখাওয়াত হোসেন প্রধান শিক্ষক হাজির হাট সরকারী মিল্লাত একাডেমী ৩,০০০/ (তিন হাজার )টাকা ৮।মোঃমিজানুর রহমান মানিক প্রধান শিক্ষক চর বসু এস ই এস ডিপি আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ৩,০০০/ (তিন হাজার) টাকা ৯।এ,কে,এম ইকবাল হোসেন প্রধান শিক্ষক কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয় ২,০০০ (দুই হাজার) টাকা ১০। মোহাম্মদ নুরুল আমিন প্রধান শিক্ষক উদয়ন আর্দশ উচ্চ বিদ্যালয় ২,০০০/ (দুই হাজার টাকা) ১১।মোঃ জসিম উদ্দিন প্রধান শিক্ষক জগবন্ধু উচ্চ বিদ্যালয় ২,০০০/ (দুই হাজার) টাকা ১২। মোহাম্মদ নুরুল আলম প্রধান শিক্ষক মতির হাট উচ্চ বিদ্যালয় ২,০০০/ (দুই হাজার) টাকা ১৩। মাহমুদুর রহমান বেলায়েত প্রধান শিক্ষক চর কালকিনি আর্দশ উচ্চ বিদ্যালয় ২,০০০/(দুই হাজার) টাকা ১৪। আব্দুস সহীদ প্রধান শিক্ষক ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় ২,০০০/(দুই হাজার) টাকা ১৫।মোঃ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক শহীদ নগর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় ২,০০০/(দুই হাজার) টাকা । কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ২০,০০০/(বিশ হাজার) টাকা । উল্লেখ্য যে বিগত ৬মে দিবাগত রাত ১২ টার সময় ফরিদ উদ্দিন স্যার নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রোখে যান। এ তথ্যটি নিশ্চিত করেন মোঃওমর ফারুক দোলন ,প্রধান শিক্ষক ,চর লরেঞ্চ মডেল উচ্চ বিদ্যালয় ।