প্রকাশিত: 19/05/2020
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘূর্নিঝড় আম্পান মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা, পৌরসভা ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতিমূলক সভা গ্রহন করা হয়েছে।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, পাহাড় ও ঝুঁকিপূর্ণ স্থান থেকে জনসাধারণ কে নিরাপদ জায়গায় অথবা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ও পৌরসভায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস ও বনবিভাগের টিম প্রস্তুত রাখা হয়েছে।
প্রত্যেক ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরস্যালাইন মজুদ রয়েছে।
ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর- ০৩০২৫-৫৬০০১, ০১৭২২১০৫৯৫৮।