প্রকাশিত: 19/05/2020
জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর ৷
জীব জ্ঞ্যানে শিব সেবা৷যুগাচার্য স্বামী বিবেকানন্দ এই ভাবে মানুষকে উজ্জিবিত করেছিলেন সেবার জন্য৷ সেই বানীর আলোকে আজ এগিয়ে এসেছেন সমাজের মানবতার পূজারী ,উদারতার দিশারী মানুষগুলো ৷
বিশ্বব্যাপী মহামারি করোনার প্রকোপে অসহায় হয়ে পড়েছেন সাধারন মানুষ ৷কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো ৷বাংলাদেশ সরকার আপ্রান চেষ্টা করছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৷আহবান জানিয়েছেন সমাজের বিত্তশালী ব্যাক্তি ,সংগঠন ,প্রতিষ্ঠান যেন অসহায় কর্মহীনদের পাশে দাঁড়ায় ৷
তাঁরই ধারাবাহিতকায় ১৯ মে (মঙ্গলবার ) রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ,সমাজ হিতৈষী, রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট দানবীর বাবু দিপেন সাহা মহোদয় রাঙ্গুনিয়ার কর্মহীন, অসহায় মানুষদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন৷ সামাজিক দুরত্ব নিশ্চিত করে এই সহায়তা করা হয়৷
বাবু দিপেন সাহার এই মহান উদ্যেগে অনেকে প্রশংসা করেছেন৷ এই সময় রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম এবং রাঙ্গুনিয়া বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ৷