করোনায় সাংস্কৃতিক যোদ্ধা ,কলম যোদ্ধা ,মানবতার ফেরিওয়ালা সাংবাদিক ঝুলন দত্ত ৷

করোনায় সাংস্কৃতিক যোদ্ধা ,কলম যোদ্ধা ,মানবতার ফেরিওয়ালা সাংবাদিক ঝুলন দত্ত ৷

মহামারি এই করোনায় গৃহবন্দী সাধারন মানুষ ৷সংগীত জগতে যারা আছেন তারাও আজ বিপর্যয়ের মুখে ৷লকডাউন চলাকালীন সময়ের পর থেকেই সব অনুষ্টান ,গানের ক্লাস সবকিছু বন্ধ হয়ে পড়েছে ৷এতে দুর্বিসহ জীবন চালাতে হচ্ছে  শিল্পীদের ৷

রাঙ্গুনিয়ার প্রতিথ যশা সংগীত গুরু শ্রী ঝুলন দত্ত মহোদয় ৷তিনি একজন একাধারে তবলা যন্ত্রশিল্পী এবং গুনী প্রশিক্ষক ,কিবোর্ড যন্ত্রশিল্পী ,প্রতিথযশা কন্ঠশিল্পী ৷কাপ্তাই প্রেস ক্লাবের সফল সাধারন সম্পাদক ৷

সংবাদ সংগ্রহ করতে গিয়ে জনমানুষের বিশেষ করে শিল্পীদের দুরাবস্থা দেখে তাঁর শিল্পীমনকে দারুন ভাবে তারিত করে ৷একজন শিল্পী এবং  সাংবাদিক হিসেবে এই মুহুর্তে তাঁর সতীর্থদের জন্য কিছু করতে হবে ৷

তাঁর প্রিয় ছাত্র এবং  উদীয়মান সাংবাদিক অর্নব মল্লিকের সাথে পরামর্শ করে নেমে পড়লেন কিভাবে সাধারন মানুষ সহ শিল্পী পাশে দাড়ানো যাবে সেই কাজে ৷

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ,রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ,কাপ্তাই উপজেলার চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান ,ইউপি চেয়ারম্যান ,মেম্বার সহ সংগীত জগতের বিত্তবান শিল্পী ,শুভানুধ্যায়ী , বিভিন্ন ধর্মীয় সংগঠন সহ সকলের সহযোগীতায় প্রায় ৩০০জন সাধারন মানুষ এবং   শিল্পীদের মাঝে ভালবাসার উপহার তুলে দিয়েছেন ৷

শ্রদ্ধেয় গুরুজী শ্রী ঝুলন দত্ত জানান ,৬ষ্ঠ বারের মতো এই মহাযজ্ঞ সম্পন্ন করেছেন ৷করোনার প্রকোপে লকডাউন চলাকালীন সময়ে এই কাজ অব্যাহত থাকবে ৷

সাংবাদিক ঝুলন দত্ত মহোদয়ের এই মহান যজ্ঞে প্রশংসা জানিয়েছেন রাঙ্গুনিয়া ,কাপ্তাই এর শিল্পী সমাজ ,সাধারন জনতা এবং  সুশীল সমাজ ৷

মহান মানুষটির সুস্বাস্থ্য ,দীর্ঘায়ু জীবন প্রার্থনা ঐকান্তিক ৷

আরও পড়ুন

×