কেনাকাটা বনাম জীবন

প্রকাশিত: 22/05/2020

মোঃ জামাল হোসাইন

কেনাকাটা বনাম জীবন

সামনে ঈদ -উল - ফিতর,  এজন্য শহর বাজার গুলোতে  ঈদের পোশাক কিনতে ধুমধাম পড়ে গেছে।  ঈদের পোশাক না কিনলে যেন ঈদের দিনটা মাটি হয়ে যায়।  ঈদের দিন নতুন পোশাক কে কত দামের পরতে পারে সেই কমপিটিশন এ নামে সবাই। ঈদের দিন ঠাসাঠাসি করে নামাজ  আদায় করা,  কোলাকুলি করা মোসাবাহ করা,  ঈদের দিন নতুন পোশাক পরে আত্মীয়  স্বজনের বাড়িতে ঘুরে বেড়ানো এগুলো মুসলমানদের ঐতিহ্যের অংশ বা সংস্কৃতির অংশ ।  কিন্তুু এবার করোনা ভাইরাস সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে একে মহামারি ছাড়া আর কিছুই বলা যায় না।  বাংলাদেশ  করোনা ভাইরাস এর ভয়াল থাবা থেকে রেহাই পাইনি।  প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে,  কতকগুলো মানুষ মারা যাচ্ছে  তা নিয়ে মানুষের মাঝে আতংক বিরাজ করছে।  এটা এমন একটা রোগ যার কোন চিকিৎসা নাই বা ঔষধ আবিষ্কার হয় নি।  করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে WHO এবং প্রধানমন্ত্রী  যে  বিধিনিষেধ আলোকপাত করেছেন  সে গুলো মেনে চলতে হবে।  ৩ ফিট দূরত্ব বজায় রেখে চলতে হবে, যেখানে    সেখানে জনসমাগম করা যাবে না তাহলে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।  বিনা প্রয়োজনে  বাড়ির বাহিরে ঘুরাঘুরি করা যাবেনা,  এ মহামারি থেকে বাঁচতে বাজারে জনসমাগম করা থেকে বিরত থাকতে হবে।  সকলের সুস্বাস্থ্য একান্ত কামনা করছি।                                

আরও পড়ুন

×