প্রকাশিত: 23/05/2020
Covid করোনা ভাইরাসের কারনে বিশ্বব্যাপী অর্থনীতি স্থবির হয়ে আছে ৷লকডাউন চলা কালীন সময়ে জনজীবন আজ খুবই বিপর্যস্ত ৷জীবন জীবিকা আজ থমকে গেছে ৷কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ ৷এই পরিস্থিতিতে সবাই খুব কষ্টে আছে ৷
যারা সংগীত জগতের মানুষ তারা নিরব অভিমানি হয় ৷লকডাউনের শুরু থেকে গীতা বিদ্যালয় গুলোও বন্ধ ৷একের পর এক সব অনুষ্টান বাতিল হয়েছে ৷
সেই আলোকে রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা ,বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয় রাঙ্গুনিয়া রাউজান মিলে ৫০ জন গীতা পাঠক ,গীতা প্রশিক্ষক , সংগীত শিল্পী এবং কর্মহীন অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা করা হয় ৷
সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত এই প্রতিবেদককে বলেন ,আমরা চেষ্টা করেছি এই সময় কর্মহীন মানুষের পাশে সঙ্গী হতে ৷
এই কার্যক্রমে সহযোগীতা করেছেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের সন্মানিত উপদেষ্টা বিশিষ্ট গীতা প্রেমি ,মানবতার পূজারী শ্রী সমর সিকদার এবং তাঁর সহধর্মীনি শ্রীমতি শিল্পী দে এবং শান্তিনিকেতন গ্রামের গর্বিত প্রবাসী সন্তান শ্রী বিষ্ণু পদ দে এবং শ্রী টিপু দে তাদের স্বর্গীয় পিতা পরিমল দে স্মতিতে এবং মমতাময়ী মা শ্রীমতি রুপনা দে মহোদয়ার নির্দেশে ,বিশিষ্ট গীতা সেবক প্রবাসী সজীব চক্রবর্তী সাজু প্রমুখ ৷
পরমেশ্বর ভগবানের কাছে তাঁদের মঙ্গলময় জীবন প্রার্থনা করি ৷
উল্লেখ্য যে লকডাউন চলাকালীন সময়ে ৩য় ধাপে প্রায় ১৭০ পরিবারের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেয়া হয় ৷
রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের এই মহাযজ্ঞে অনেকে প্রশংসা করেন ৷
লকডাউন চলাকালীন সময় এবং দেশের দুর্যোগ কালীন সময়ে এই সহায়তা অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন শ্রী টিটু কুমার দত্ত ৷