*আমের বাম্পার ফলন, চাপাইনবাবগঞ্জ* 

প্রকাশিত: 24/05/2020

জামাল হোসেন

*আমের বাম্পার ফলন, চাপাইনবাবগঞ্জ* 

,বাংলাদেশের কৃষিজ পণ্যের মধ্যে আম অন্যতম।আম একটি সুস্বাদু ফল। আম খেতে সবাই পছন্দ করে। আম খেলে  স্বাস্থ্য ভালো থাকে।

অনেক রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে। আম উৎপাদনে চাপাইনবাবগঞ্জ আন্যতম বিশ্বে বাংলাদেশ শীর্ষেে।  চাপাইনবাবগঞ্জ এর মোট ৫ টি উপজেলা আছে তার মধ্যে  চাপাইনবাবগঞ্জ সদর,  শিবগঞ্জ  , গোমস্তাপুর,  নাচোল  প্রভৃতি উপজেলা ক্রমানুসারে আম উৎপাদন হয়ে থাকে বেশি।

এবার আম চাষীরা মনে করেন আমের বাম্পার ফলন হয়েছে। সরকারের সহায়তায় তারা আমের সংরক্ষণ,  সহজলভ্য বাজারজাতকরণ এবং নায্য মূল্য পাবেন বলে আশা করেন।

সারা বাংলাদেশে অাম বাজারজাত করবে বলে মন্তব্য করেছেন। তারা আমের  ভেজাল ও ফরমালিন মুক্ত অাম দেশ ও বিদেশে  সুষ্ঠ ও স্বাভাবিকভাবে রপ্তানি করতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন। 

আম্পান ঝড়ের পূর্বে  আশংকা করা হয়েছিল যে আমের ব্যাপক  ক্ষতি হবে কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে এবং অামের সব রোগবালাই থেকে মুক্ত আছে। আমচাষীরা আম উৎপাদনেে উদ্বুদ্ধ হয়ে সামনে বার আবার ও আম উৎপাদন করবে বলে আশা ব্যক্ত করেছেন।           

আরও পড়ুন

×