রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের হাতে দিলেন ৫০ পরিবারের জন্য ভালবাসার উপহার

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের হাতে দিলেন ৫০ পরিবারের জন্য ভালবাসার উপহার

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের হাতে দিলেন ৫০ পরিবারের জন্য ভালবাসার উপহার প্রবাসী বিষ্ণু দে এবং টিপু দে দুই সহোদর ৷

বিশ্ব মানবতা আজ জেগে উঠেছে ৷মহামারি করোনা ভাইরাসের প্রকোপে লকডাউনে আছে সারা বিশ্বের মানুষ ৷কর্ম জীবন হয়ে গেছে স্থবির৷ সাধারন মানুষ আজ গৃৃহবন্দী ৷বিদ্ধস্ত জনজীবনে অসহায় লাখো জীবন ৷

তবে আশার কথা হচ্ছে যে ,এই অসহায় মুহুর্তে মানবতার মানুষ ,প্রতিষ্টান ,সংগঠন গুলো সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে মানুষকে বাঁচার পথ দেখাতে ৷

তাঁরই ধারাবাহিকতায় ২৫ মে (সোমবার ) রাঙ্গুনিয়া এবং রাউজান উপজেলার ৫০ জন গীতা শিক্ষক ,গীতা পাঠক ,সংগঠক এবং অসহায় মানুষের  পাশে দাঁড়িয়েছে মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ ৷

৫ ম বারের মতো এই মহাযজ্ঞ সমাপন করা হয় ৷

সংগঠনের প্রতিষ্টাতা এবং  বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত বলেন ,আমরা চেষ্টা করেছি করোনা কালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৷

৫ম ধাপের এই সহায়তা টুকুর সম্পুর্ন আর্থিক সহযোগীতা করেছেন শান্তিনিকেতন গ্রামের পরম শ্রদ্ধাভাজন স্বর্গীয় শ্রী পরিমল দে এবং শ্রীমতি রুপনা রানী দে মহোদয়ার সুযোগ্য ২ প্রবাসী সন্তান শ্রী বিষ্ণু পদ দে এবং  শ্রী টিপু দে ৷

পরমেশ্বর ভগবানের কাছে স্বর্গীয় পরিমল দে মহোদয়ের অমর আত্মার সদগতি প্রার্থনা করি এবং  শ্রীমতি রুপনা রানী দে মহোদয়ার সুস্বাস্থ্য এবং  দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি ৷

স্বর্গীয় পরিমল দে মহোদয়ের সুযোগ্য সন্তান প্রবাসী শ্রী বিষ্ণু পদ দে বলেন ,আমার স্বর্গীয় বাবার পুর্ণ স্মৃতির উদ্যেশে আমরা দুই ভাই চেষ্টা করেছি এই মুহুর্তে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হতে ৷

আমার গর্ভধারিনী মা যেন সুস্থ শরীরে আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকে সেই আশির্বাদ প্রার্থনা করি ৷

প্রবাসী অনুদান দাতা শ্রী টিপু দে বলেন ,আমরা জানি যে রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ সবসময় মানবতার কথা বলে ,ইতিপূর্বে উক্ত সংগঠনের মানবতার কাজ গুলো দেখে সাধারন মানুষ অনেক উৎসাহিত হয়েছেন ৷আমরাও দুই ভাই চেষ্টা করেছি এই সময় মানুষের পাশে সঙ্গী হতে ৷আমার স্বর্গীয় বাবার পুর্নস্মৃৃতি এবং আমাদের মমতাময়ী মায়ের স্নেহের আঁচল আর আশির্বাদ থেকে যেন আমরা বঞ্চিত না হই ৷তার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন ৷

ভবিষ্যতেও রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের মাধ্যমে আমাদের এই সামান্য ভালবাসার উপহার কার্যক্রম অব্যাহত থাকবে ৷

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে   ৷ যতদিন পর্যন্ত করোনায় লকডাউন চলবে৷রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে পারুয়া ,পদুয়া ,উত্তর রাঙ্গুনিয়া ,৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ,চন্দ্রঘোনা সহ বিভিন্ন ঘরে  ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয় ৷

এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত ,শ্রী শ্রীকান্ত চৌধুরী ,স্বর্গীয় পরিমল দে মহোদয়ের সুযোগ্য সন্তান শ্রী  বিষ্ণু দে ,শারদাঞ্জলী ফোরামের রাঙ্গুনিয়া উপজেলার সাধারন সম্পাদক শ্রী অভি দাশ ,জয় দাশ ,শ্রী অরুপ  সাহা রাজ এবং  শ্রী চন্দন আইচ প্রমুখ৷

আরও পড়ুন

×