মানবতার আর এক নাম বিষ্ণু দে এবং টিপু দে

প্রকাশিত: 26/05/2020

শ্রীকান্ত চৌধুরী

মানবতার আর এক নাম বিষ্ণু দে এবং টিপু দে

জীবে প্রেম করে যে জন 

সেজন সেবিছে ঈশ্বর ....যুগাচার্য স্বামী  বিবেকানন্দ ৷ স্বামীজীর এই মহান বানীর আলোকে আজ উজ্জীবিত মানব জাতি ৷বিশ্ব ব্যাপী মহামারি আকারে ধারন করা কোভিড করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ স্থবির হয়ে আছে ৷বাংলাদেশেও গত ২৬ মার্চ থেকে লকডাউন চলছে ৷অসহায় হয়ে আছে সাধারন মানুষজন ৷কর্মহীন হয়ে পড়েছে সবাই ৷ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধ্যমত চেষ্টা করছে এই কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে ৷আহবান জানিয়েছেন সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য ৷সেই আহবানে সাড়া দিয়ে সমাজের সংগঠন ,প্রতিষ্টান এবং বিত্তশালী ব্যাক্তি বৃন্দ ৷তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামের স্বর্গীয় পরিমল দে এবং শ্রীমতি রুপনা দে মহোদয়ার সুযোগ্য দুই সন্তান প্রবাসী শ্রী বিষ্ণু দে এবং শ্রী টিপু দে ও এগিয়ে এসেছেন অসহায় মানুষদের সুখ দুঃখের সঙ্গী হতে ৷

শ্রী বিষ্ণু দে বলেন আমার স্বর্গীয় বাবার স্মৃতি তর্পনে রাঙ্গুনিয়া উপজেলার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের মাধ্যমে আমরা ২ বার  ভালবাসার উপহার নিয়ে রাঙ্গুনিয়া রাউজানের বিভিন্ন পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি ৷লকডাউন চলাকালীন সময়ে আমরা বিভিন্নভাবে এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি ৷

শ্রী টিপু দে বলেন ,কেউ খাবে কেউ খাবেনা সেটা তো  মেনে নেয়া যায় না ৷আমি সুখে থেকে কি লাভ যদি আমার পাশের মানুষজন ভাল না থাকে ৷আমরা ও তো দরিদ্রতাকে জয় করে আজকের এই পর্যায়ে এসেছি ৷তাই সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে ৷

বিভিন্ন সময় কন্যা দায়গ্রস্থ পিতার পাশে থেকেছে এই দুই ভাই ৷গরীব অসহায় মানুষ অসুস্থ হলে নিরবে তাদের সহযোগীতার হাত বাড়িয়েছেন ৷

এলাকার বিভিন্ন মঠ মন্দিরে তাদের অনবদ্য অবদানে প্রশংসিত হয়েছে সমাজে ৷

স্বর্গীয় পরিমল দে মহোদয়ের অমর আত্মা শান্তিময় হউক ৷শ্রীমতি রুপনা রানী দে মহোদয়ার সুস্থ্য জীবনে অধিকারী হউক ৷

শ্রী বিষ্ণু দে এবং শ্রী টিপু দে ভাল থাকুক ,সুস্থ থেকে সমাজের কল্যানে নিবেদিত হউক ৷

 

আরও পড়ুন

×