পচা ময়লা আবর্জনার মাঝে খুঁজে বেড়ায় জীবিকা নির্বাহের রাস্তা

প্রকাশিত: 26/05/2020

দিদারুল আলম জিসান

পচা ময়লা আবর্জনার মাঝে খুঁজে বেড়ায় জীবিকা নির্বাহের রাস্তা

বহুতল ভবন থেকে ছুড়ে ফেলা আবর্জনাগুলো কুড়িয়ে চলে অনেকেরই সংসার। 

আমরা যখন সকালে সুখের ঘুমটানে, তখন তারা বেরিয়ে যায় জীবিকার সন্ধানে। 

ব্যাঙের আবার সর্দি কিসের? 

নেমে পড়ে দুর্গন্ধময় ও ময়লা-আবর্জনাযুক্ত পানিতে। 

খুঁজে বেড়ায় আমাদের অপ্রয়োজনীয়, ফেলে দেয়া উচ্ছিষ্ট কিছু জিনিস। 

সেখানেই তাদের জীবিকা, সুখ-শান্তি। 

প্রত্যাশা দুমুঠো অন্ন। 

আর... 

আমরা অনেকে অকারণে নষ্ট করি হাজার কোটি টাকা। পরের হক মেরে পেট ভরে খাই। লুট করি গরীবের সম্পদ। গড়ে তুলি অট্টালিকা। 

এটি সমাজের একটি বাস্তবচিত্র। 

ছবিটি কক্সবাজার শহরের পেশকারপাড়া স্লুইচগেট সংলগ্ন ডোবা থেকে নেয়া।

মা- কুড়াচ্ছে উচ্ছিষ্ট দ্রব্যাদি। সহযোগিতা করছে মেয়ে।

আরও পড়ুন

×